বরগুনায় ডেঙ্গু জ্বরে শিক্ষিকার মৃত্যু

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৩:৫৫ পিএম
বরগুনায় ডেঙ্গু জ্বরে শিক্ষিকার মৃত্যু

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবিএম রুহুল আমিনের স্ত্রী, ধূপতি মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা শিরিন সুলতানা (৪৫) এর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। 

তিনি কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় পরে তার অবস্থা আশংকা জনক দেখে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার  (১৬ জুলাই) দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে,   তার তিনটি ছোট ছেলে সন্তান  রয়েছে। এ নিয়ে বরগুনা জেলায় এখন পযন্ত মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে।

জানাগেছে, ডেঙ্গুজনিত রোগে মৃত ৩৫ জনের মধ্যে ২৮ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৪ জন বেতাগী এবং ৩ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ জনে। বিভিন্ন জেলা উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭১ জন। 

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৯৩ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৩৮ জন। 

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার জোর  তাগিদ দেন।