সিংড়ায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও সভা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৪:০৪ পিএম
সিংড়ায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও সভা

সিংড়ায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আন্দোলনে শহীদ রমজান আলী পিতা নজরুল ইসলাম, শহীদ সোহেল রানার ভাই আব্দুল্লাহ, জুলাই যোদ্ধা তুহিন সরকার, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। সভায় আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে