একটি গোষ্টি ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারীতে নির্বাচন না হয়। বাংলাদেশে নির্বাচন হবেই, কোন ষড়যন্ত্র করে তা আটকে রাখা যাবেনা। প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করে নেব-এমন হুঁশিয়ারী দিয়েছেন বি,এন,পি কেন্দ্রিয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
আজ বুধবার(১৬ জুলাই)মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বি,এন,পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্বে অপ-অপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। এর পর থেকেই এক পক্ষ উঠে-পড়ে লেগেছে নির্বাচন বিলম্বিত করার জন্য কিন্তু জনগন সে ষড়যন্ত্র সফল হতে দিবে না। শ্রীনগরের জমজম টাওয়ার হতে মিছিলটি শুরু হয়ে ছনবাড়ী এসে শেষ হয়। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন্ জেলা বি,এন,পি’র আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জল,জসিম মোল্লা,জেলা ও নারী অধিকার ফোরামের সাংগঠনিক সম্পা;ক মাহামুদ হাসান।