বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৬:১১ পিএম
বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নাটোরের বড়াইগ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক কন্যাশিশুকে (৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে সাব্বির হোসেন (১৬)  নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। আটক সাব্বির হোসেন উপজেলার আদগ্রামের রঞ্জু হোসেনের ছেলে। 

থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৮ জুলাই দুপুরে ওই শিশুটি বাড়ির পাশে বসে খেলা করছিল। এ সময় সাব্বির অটোভ্যানে চড়িয়ে বেড়ানোর লোভ দেখিয়ে তাকে নিয়ে যায়। পরে তাকে পাশের কুমারখালী গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে পুনরায় তার খেলার স্থানে রেখে যায়। মঙ্গলবার বিকালে মেয়েটির দাদী তাকে সাব্বিরের বাড়ির মধ্যে দিয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যেতে চাইলে সে ভয়ে কাঁদতে শুরু করে। এ সময় তার কাছে জানতে চাইলে সে তাকে ধর্ষণ চেষ্টার বিষয়টি জানায়। 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকালে শিশুটির পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে