পাবনার চাটমোহরে উপজেলা জেন্ডার ইকুয়েলিটি ফোরাম ফরমেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই মিটিং অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউনেডশনের সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সংস্থা এই মিটিংয়ের আয়োজন করেন। সাংবাদিক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মি মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ আজাহারুল ইসলাম। পাবনা জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ে বিশেষ অতিথি ছিলেন,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা ও প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল। বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মোঃ মনির হোসেন ও স্টাফ ল’ইয়ার এ্যাডভোকেট আসমাউল হুসনা। সভায় নারী ও শিশু নির্যাতন,বাল্যবিয়েসহ আইনগত সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।