পাবনার আদালত এলাকায় একটি মামলার বাদীকে প্রতিপক্ষ মারপিট করে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে। এ ঘটনায় মারপিটের শিকার ও মামলার বাদী চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নতুন বল্লভপুর গ্রামের আলহাজ্ব আহম্মদ আলীর ছেলে আমিরুল ইসলাম পাবনা সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে,আমিরুল ইসলাম তার শ্বশুর রমজান আলী,স্ত্রী রুম খাতুন মিলি ও মিলির ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এ একটি মামলা দায়ের করেন। গত ১৫ জুলাই সেই মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর রমজান-শহিদুলসহ কয়েকজন আমিরুলকে মারপিট করে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে। আমিরুলের চিৎকারে লোকজন বাধা দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পারিবারিক কলহের কারণে ইতোপূর্বে আমিরুলের বিরুদ্ধে একাধিক মামলা করেছে তার স্ত্রী মিলি। এক পর্যায়ে উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। অমিরুল ইসলাম তার বাড়ি থেকে টাকা-পয়সা ও স্বর্নালংকার নিয়ে যাওয়ায় স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অপহরণ চেষ্টার ঘটনার পর সে ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে আমিরুল অভিযোগ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ রমজান আলী জানান,আমিরুল যে অভিযোগ করেছে,তা মোটেও সত্য নয়। পাবনার আদালত এলাকায় এ ধরণের কোন ঘটনা ঘটেনি। আদালতে হাজিরা দেওয়ার পর সবাই চলে আসে। ফাঁসানোর জন্যই মিথ্যে অভিযোগ করা হয়েছে।