যারা ফাইল আটকিয়ে ঘুষ খায় তারা আখেরে লাঞ্জিত হয়: ড. খালিদ হোসেন

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ১৬ জুলাই, ২০২৫, ০৬:৪৪ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৬:৪৪ পিএম
যারা ফাইল আটকিয়ে ঘুষ খায় তারা আখেরে লাঞ্জিত হয়: ড. খালিদ হোসেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, সবাইকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারী কর্মকর্তাগণ জনগণের সেবক। জনগণের করের টাকায় তাদের বেতন হয়। জনগণকে সঠিক সেবা দিলে বেতন হালাল হবে। নতুবা হারাম হয়ে যাবে। সরকারী কর্মকর্তাগণ নিজেদের দায়িত্ব পালনে সৎ না হলে, কাজে পেশাদারিত্ব এবং আন্তরিকতা না থাকলে দেশ এগিয়ে যাবে না। সেবাপ্রার্থীদেরকে দ্রুত সেবা না দিয়ে ছোটোখাটো খুঁত ধরে ফাইল আটকে রেখে যারা কৌশলে ঘুষ বাণিজ্য করে তারা সাময়িক আর্থিক ফায়দা লাভ করতে পারলেও চূড়ান্ত পরিণতিতে তারা চরমভাবে লাঞ্জিত হয়।

বুধবার (১৬ জুলাই) দুপুরে  সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতকানিয়া উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ছাড়াও সাতকানিয়া সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিশে শূরার সদস্য মোহাম্মদ ওয়াজেদ আলী, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

মাননীয় উপদেষ্টা উপজেলা কমপ্লেক্সে উপস্থিত হলে সকল কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। মতবিনিময় সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপজেলা পরিষদের সকল সেবার সচিত্র প্রতিবেদন এক নজরে উপস্থাপন করা হয়।

এছাড়াও সকালে সাতকানিয়া পুলিশ স্টেশনে মাননীয় উপদেষ্টার সাথে আইন-শৃংখলা বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং বিকালে তিনি সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

সকালে মাননীয় উপদেষ্টা সাতকানিয়া থানায় এসে পৌঁছালে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সুদীপ্ত রেজা জয়ন্ত প্রমূখ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং পুলিশের একটি চৌকষ দল গার্ড অব অনার দিয়ে স্বাগত জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে