আগামী ১৯শে জুলাই শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর " জাতীয় সমাবেশ " এ অংশগ্রহণের জন্য সাধারণ জনতার কাছে লিফলেট বিতরণ করেন জেলা ও বেগমগঞ উপজেলা জামায়াত।
বিকেলে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী বেগমগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।
একলাশপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বেগমগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্যে তিনি
ইসলামী আন্দোলনের সামিল হয়ে ১৯ জুলাই ঢাকার সমাবেশে যোগ দেওয়ার জন্য বাজারের ব্যবসায়ীদের মাঝে আহ্বান জানান। পরে তিনি ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এছাড়াও একই সময়ে চৌমুহনী বাজারে লিফলেট বিতরণ করেন জেলা জামায়াতের শিল্প-সংস্কৃতি সম্পাদক ও জামায়াত মনোনীত চৌমুহনী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী নাসিমুল গনি চৌধুরী মহল।
এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর জামায়াতের আমীর জসীম উদ্দীন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সহ-সেক্রেটারী নুরু উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। লিফলেট বিতরণ কালে নেতৃবৃন্দ মানুষকে ৭দফা বুঝিয়ে দিয়ে সমাবেশে যোগ দিতে উদ্বুদ্ধ করেন।
জাতীয় সমাবেশের ৭দফা হলো :
১.সব গণহত্যার বিচার, ২.প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩.জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪.জুলাই অভ্যর্থনে শহীদ ও আহত পরিবারদের পূর্ণবাসন, ৫.পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, ৬.প্রবাসীদের দেওয়ার ব্যবস্থা ও ৭.লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এই সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।