কালীগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৬:৪৯ পিএম
কালীগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে নদীর পানিতে লাফ দিয়ে নাঈম(৯) নামে তৃত্বীয় শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজের ৩ দিন পর এলাকাবাসি লাশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে মাসলিয়া গ্রামবাসি ভৈরব নদী থেকে শিশু নাঈমের পঁচা গন্ধ যুক্ত লাশ উদ্ধার করেছে। নিহত শিশু নাঈম হলেন কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে।

গত সোমবার বেলা ১২টার দিকে শিশু নাঈম বন্ধুদের সাথে খেলা করত গিয়ে ভৈরব নদীর পানিতে লাফঝাঁপ দেয়।এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না।পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস, খুলনার ডুবুরি দল ও এলাকাবাসি দুইদিন তন্ন তন্ন করে খুজেও তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যার্থ হয়।মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস,খুলনার ডুবুরি টিম ও এলাকাবাসি উদ্ধারের চেষ্টা করে তার কোন সন্ধান পাইনা।অবশেষে তারা উদ্ধার কাজ সমাপ্ত করেন। শিশু নাঈমের নিখোঁজে এলাকায় শোকের ছায়া নেমে আসে।পরবর্তীতে বুধবার সকাল থেকে শিশু নাঈমের পরিবারের স্বজনরা ও গ্রামবাসি বুড়ি ভৈরব নদীতে আবারো খোঁজখুজি শুরু করেন।অবশেষে বুধবার দুপুরে নদীর কচুরিপানা ভিতর অর্ধগলিত  লাশ উদ্ধার করে।

আপনার জেলার সংবাদ পড়তে