মহেশপুর কোদলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৬:৫৩ পিএম
মহেশপুর কোদলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহ মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তের কোদলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বুধবার দুপুরে ভারতের উত্তর চব্বিশ পরগনার কুলিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বাগদা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বুধবার সকালে মাঠিলা কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। এটি ভারতের কুলিয়া গ্রামের সীমানা ঘেঁষে নদীর মাঝ বরাবর ছিল। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি)সদস্যদের জানান। পরে বিজিবি ভারতের বিএসএফকে বিষয়টি অবহিত করে।বিকাল বিএসএফ সদস্যদের উপস্থিতিতে ভারতের বাগদা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। মরদেহের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।লাশ উদ্ধারের সময় দুই দেশের সীমান্তে শত শত উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, লাশটি কোনো বাংলাদেশি যুবকের হতে পারে, তবে এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, নদীতে লাশ ভাসার বিষয়টি জানার পর আমরা বিএসএফকে অবহিত করি। পরে তারা বাগদা থানার পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এখন পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশি কারো নিখোঁজ হওয়ার খবর আসেনি।