বরিশালে ব্লকেট কর্মসূচি পালিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৭:১৯ পিএম
বরিশালে ব্লকেট কর্মসূচি পালিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা, ভাঙচুরের প্রতিবাদে বরিশালে ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা বুধবার (১৬ জুলাই) বিকেল চারটায় ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে এ ব্লকেট কর্মসূচি পালন করেন।

ব্লকেট কর্মসূচি পালনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বলেন, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বরিশালে যদি আন্দোলনের চেষ্টা করে রাজপথে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। একইসাথে প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তারা দাবি করেন।

প্রায় দেড় ঘন্টাব্যাপী ব্লকেট কর্মসূচি পালনকালে নথুল্লাবাদ থেকে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ ব্লকেট কর্মসূচি পালন করা হয়।