ঝিনাইদহের মহেশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নর সদস্যরা ভারত থেকে বাংলাদেশে আসা ৬৬১ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় মাদক পাচারকারীরা পালিয়ে গেছে। আজ ২০ ডিসেম্বর (শুক্রবার) সকালে মহেশপুর বিজিবি’র মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) রাত ১০টার দিকে মাধবখালি বিওপি’র একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিকে সীমান্ত পিলার-৭১/০৮এস-এর নিকট ওৎ পেতে থাকে । এসময় ১৫-২০ জনের একটি চোরাকারবারী দল ভারতের অভ্যন্তর হতে কাটা তারের উপর দিয়ে বিশেষ কায়দায় ১৯বস্তা ভারতীয় ফেনসিডিলসহ বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিজিরি টহল দলটি তাদের গতিরোধ করতে গেলে চোরাকারবারীরা ধারালো রামদা কাচি হাসুয়া নিয়ে বিজিবি’র দিকে তেড়ে আসে। অবস্থা বেগতিক দেখে বিজিবি ১রাউণ্ড ফাকা গুলি করলে তারা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মোট ফেনসিডিল ৬শত ৬১ বোতল। যার আনুমানিক বাজার মূল্য ২লাখ ৬৪হাজার ৪শত টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থার জন্য প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছেন।