গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কর্মসূচীকে কেন্দ্র করে হামলা এবং বাঁধা বিপত্তিকারীদের দ্রুত আইনের আওতায় আনাসহ বিভিন্ন দাবি নিয়ে আজ বিকেলে রাজধানীর সকল থানার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবেন দলটি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা মহানগরের সব থানার সামনে এ কর্মসূচি পালন করা হবে।
এনসিপির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।