মাধবপুরে লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর প্রশাসক মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং পৌরসভার মুখ্য কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্ল্যা, সাবেক মেয়র হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সাম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, শিক্ষা কর্মকর্তা এ জাকিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সাবেক কাউন্সিল বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, লাল মিয়া, মোবাকউল্লাহ, ইশরাত জাহান ডলি, মাসুদ আলী, আলমগীর কবির, জনি পাঠান, হাফেজ শামীম প্রমুখ। সভায় বক্তাগন পরিকল্পিত নগরায়নের মাধ্যমে আধূনিক পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কর্মরত কর্মকর্তাদের সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।