এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৪:৫৭ পিএম
এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে জনসভায় ন্যাশনাল কমিউনিটি পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কুমিল্লা নগরীর টাউন হলের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মু. মাহবুবুর রহমান,সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিল সদস্য মোশাররফ হোসেন, নাছির আহম্মদ মোল্লা, রফিকুল ইসলাম, হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা তাদের বক্তব্যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে