পীরগাছায় বজ্রাঘাতে ও বদ্যুৎ স্পৃষ্টে নিহত ২

এফএনএস (শাহ কামাল ফারুক লাবু; পীরগাছা, রংপুর) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৬:২১ পিএম
পীরগাছায় বজ্রাঘাতে ও বদ্যুৎ স্পৃষ্টে নিহত ২

রংপুরের পীরগাছায় বজ্রাঘাতে শিপন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশুসহ ৩ জন আহত হয়। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে শিপন মিয়া তার বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই শিপন মিয়া মারা যায়। এসময় তার অপর তিন বন্ধু গুরুতর আহত হয়। তারা হলেন, শাহিন (৩৮), মুন্না (১২) ও শাওন (১৩)। এদের মধ্যে শাহিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত শিপনের মা মনি বেগম জানান, তার ছেলেসহ কয়েকজন ছেলে জমিতে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রাঘাত শুরু হয়। ওই বজ্রাঘাতে শিপনের মৃত্যু হয়।

অপর দিকে বিদ্যুৎ স্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে মারা গেছেন রেহেনা বেগম নামে এক নারী। এসময় গরুটিও মারা যায়। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী রেহেনা বেগম (৪৫) ওই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরে বিদ্যুতায়িত হয়ে গৃহপালিত গরু ছটফট করতে থাকে। এ দৃশ্য দেখে রেহেনা বেগম গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সাথে গরুটিও মারা যায়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক ঘটনা। গরুকে বাঁচাতে গিয়ে মালিকের মৃত্যু। আমি ওই পরিবারের খোঁজখবর নিচ্ছি। 

এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দুটি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে