চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

এফএনএস (মোরশেদ উল আলম, চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৬:২৩ পিএম
চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের ৪ ব্যবসায়ীকে জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে। গতকাল ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীরবন্দরের সুইহারী বাজার ও চম্পাতলী বাজারে এ অভিযান পরিচালনা করে দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। 

এসময় তিনি উপজেলার রানীরবন্দরের সুইহারী বাজারে মুমু মেডিসিন ষ্টোর ও মেসার্স নওশাদ এন্ড ব্রাদার্স এবং চম্পাতলী বাজারে দুইটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন। এদিকে দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখেন। এসময় দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিমকে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে