গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় এলাকা থমথমে পরিস্থিতির সম্মুখীন হয়। এরই ধারাবাহিকতায় জারি করা হয় কারফিউ। প্রথম দিন কারফিউয়ের সময় নির্ধারণ করে দেওয়ার পর এবার দ্বিতীয় দফায় বাড়লো কারফিউ’র মেয়াদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, গতকাল বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।