সারা দেশে সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুরে ৮ উপজেলা ও তিনটি পৌরসভা থেকে যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় অফিস কার্যালয় উপস্থিত হতে থাকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪.৩০ ঘটিকায়, রংপুর জেলা যুবদলের উদ্যোগে
নগরীর গ্র্যান্ড হোটেলের দলীয় কার্যালয় হইতে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি টাউন হল চত্বর পর্যন্ত ঘুরে পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সভাপতি ফারুক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিল্লুর রহমান জেমস, আকিবুর রহমান মনু যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা সহ আরো অনেকে।
এ সময় যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলার নিয়ে মানুষ উদ্দিগ্ন। যেভাবে দেশে ছিনতাই, খুন রাহাজানি বেড়েছে তা সাধারণ মানুষের জনজীবন বিপন্ন হচ্ছে।