পাথরঘাটায় সেবা প্রদানকারীদের সাথে গণশুনানি

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৮:২৫ পিএম
পাথরঘাটায় সেবা প্রদানকারীদের সাথে গণশুনানি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য বিপদাপন্ন সম্প্রদায় জনগোষ্ঠীর সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা বৃদ্ধি এবং নারী নেতৃত্বের সক্ষমতা তৈরি করাসহ উপজেলা পর্যায় সেবা প্রদানকারীদের এবং সেবা গ্রহণকারীদের নিয়ে গণশুনানি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে পাথরঘাটা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন ও এনএনএস'র সহযোগিতায় এ গণশুনানি হয়।

এতে সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন, পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সৈকত হালদার, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্সের সভাপতি উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, প্রকল্প সমন্বয়কারী নার্গিস পারভিন মুক্তি প্রমুখ।

চরদুয়ানী এবং সদর পাথরঘাটা ইউনিয়নের শতাধিক নারী ও পুরুষ উপস্থিত থেকে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সরকারিভাবে যে সকল ভাতা এবং সেবা দেয়া তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধি।

হাসিবুল হক বলেন, এ রকম গণশুনানি করলে জনগণের চাহিদা, অভিযোগ জানা যায় এবং জনগনের সাথে সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়ে।

আপনার জেলার সংবাদ পড়তে