টাইগারদের অভিনন্দন জানালেন তারেক রহমান

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:১০ এএম
টাইগারদের অভিনন্দন জানালেন তারেক রহমান

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচ হারিয়ে হোয়াইটওয়াশ করেছে টিম টাইগারস। এতে স্বস্তি মিলেছে অনেক ক্রিকেট প্রেমিদের মাঝে। টাইগারদের এমন সাফল্যেই অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অভিনন্দন জানিয়েছেন তিনি। 

তারেক রহমান লিখলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানের দুর্দান্ত জয় অর্জন করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। এই অসাধারণ কৃতিত্ব তোমাদের অটুট নিষ্ঠা, দলগত কাজ এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ। এই ধরনের জয় শুধু মাত্র তোমাদের প্রতিভাকেই প্রদর্শন করে না বরং সারাদেশে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে, ক্রিকেটের প্রতি আমাদের যে গর্ব এবং আবেগকে আরও শক্তিশালী করে। তোমাদের এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের দিকে নিয়ে যাক। পুরো জাতি তোমাদের বিজয় উদ্যাপনে ঐক্যবদ্ধ।

প্রসঙ্গত, ২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাই করার স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।