চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট স্থাপন করে নকল প্যাকেজিং এ শিশু খাদ্য বাজারজাত করার দায়ে প্রতারণা প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১৭ জুলাই ২০২৫ তারিখ দুপুর ১:৩৫ মিনিটে সময় চাঁদপুর জেলার চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর সদর উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপস্থিতিতে অবৈধ খাদ্য কারখানার উপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনারাজদী এলাকায় অবৈধভাবে খাদ্য পণ্য উৎপাদন এবং প্রাণ ও বিস্ক ক্লাবের মতো বিখ্যাত কোম্পানীর নকল প্যাকেজিং ব্যবহার করায় ফারিয়া ফুডকে ৫০০০০ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।