বরগুনার পাথরঘাটায় এক চাঁদাবাজ কে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বুধবার বিএফডিসি ঘাট এলাকায় কোস্ট গার্ড ও অন্যান্য প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায়কালে চাঁদাবাজ মোঃ জাকারিয়া (২২) কে স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা আটক করে পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোন্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।