মহেশপুর সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০২:১০ পিএম
মহেশপুর সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বিজিবি একাধিক অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি এবং একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের(৫৮ বিজিবি) অধীনস্থ মাটিলা বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে। জেসিও-৮৯০২ সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির ওই দল সীমান্ত পিলার ৫১/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুলুলী গ্রামের রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি মোটর সাইকেলকে চ্যালেঞ্জ করলে এর চালক লিটন মিয়া মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা অস্ত্র ও মোটর সাইকেলটি উদ্ধার করেন।

আটককৃত মালামাল মহেশপুর থানায় জমা করা হয়েছে।৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন,উদ্ধারকৃতঅস্ত্র-গুলি অবৈধ ভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিলো বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে