জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে ম্যারাথন দৌড়

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৩:৪১ পিএম
জুলাই-আগস্ট অভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে ম্যারাথন দৌড়

পিরোজপুরে  ছাত্র- জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মিনি ম্যারাথন দৌড়প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার  সকাল সাড়ে সাতটায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চার কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  পিরোজপুরের বেকুটিয়া সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় সেতুর  পশ্চিম প্রান্ত শতশত নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয়। 

ম্যারাথনে জুলাই গণঅভ্যুত্থানে এ জেলার শহীদ ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত তিনশত প্রতিযোগী অংশ নেয়। জেলা প্রশাসক নিজেও এতে অংশ নেন।জুলাই যোদ্ধাদের স্মরণে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

মেরাথন শুরুর পূর্বে জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান বলেন, জুলাই যোদ্ধাদের    আত্মত্যাগের বিনিময়ে আমারা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজকের এ আয়োজন। 

এ সময় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি , অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ আব্দুল আউয়াল, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে  ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।