বিস্ফোরক অইনে দায়ের করা মামলায় পাবনার চাটমোহরে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,সাবেক ইউপি সদস্য দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের সাদেক আলী সরকারের ছেলে মোঃ আলতাব হোসেন সরকার (৫৩),হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাসুপুর গ্রামের ইজুত আলীর ছেলে সাইদুর রহমান (৪৫),হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হরিপুর চৌধুরীপাড়া গ্রামের এবাদ আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৫০),নিমাইচড়া ইউনিয়নের সমাজ বলজপুর গ্রামের মৃত বয়জাল প্রামাণিকের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোমিন (৫৫) এবং মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইয়াছিন প্রামানিকের ছেলে ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. হযরত আলী (৫৫)। গত দুই দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মনজুরুল অঅলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।