চাটমোহর হানাদারমুক্ত দিবসে আলোচনা সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:২৫ এএম
চাটমোহর হানাদারমুক্ত দিবসে আলোচনা সভা

পাবনার চাটমোহর হানাদারমুক্ত দিবস ২০ ডিসেম্বর। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ চাটমোহর উপজেলা কমান্ডের আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় অলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। আলোচনায় অংশ নেন,বীর মুক্তিযোদ্ধা আসালত আলী,বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা অজিত সরকার,বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলাম কালু,বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন প্রমুখ।  উল্লৈখ্য,১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করলেও চাটমোহর ছিলো পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের দখলে। অবশেষে ২০ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমনে হানাদারমুক্ত হয় চাটমোহর।  

আপনার জেলার সংবাদ পড়তে