বরগুনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ৭ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে ৫ কিলোমিটার পর্যন্ত জুলাই পুনর্জাগরণ প্রতীকি ম্যারাথন অনুষ্ঠিত হয়। ম্যারাথন শেষে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে ম্যারাথনে বিজয়ী ১০ জনকে পুরস্কার বিতরন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা, এনডিসি আবদুল্লাহ আল মামুন।
প্রতীকি ম্যারাথনে শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্বা, ক্রীড়াবিদ সহ শতাধিক মানুষ অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্নার মাগফেরাত কামনা করছি, আজ আহত ও শহিদ পরিবারের সদস্যরা এই প্রতীকি ম্যারাথনে অনেকেই অংশ নিয়েছেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকল কে আন্তরিক ভাবে এগিয়ে আসতে হবে। জুলাই আগষ্টের স্পিডকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে।