চাঁপাইনবাবগঞ্জে এক শিশুর উপর পুলিশের ‘বল প্রয়োগের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।
স্থানীয়রা বলছেন, ভিডিওটি কমপক্ষে দুইদিন আগে ফেসবুকে দেখা গেছে। তবে শুক্রবার তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ২৮ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এক শিশুর হাত ধরে আছেন সদর থানার ওসি মতিউর রহমান। শিশুটির গায়ে থাকা টি-শার্টের গলার অংশ ধরে আছেন আরেকজন পুলিশ সদস্য। এক পর্যায়ে মাথা ও চুল ধরে পেছনের দিকে বল প্রয়োগ করছেন সদর থানার এস আই আব্দুল হাই। পুরো ভিডিওতেই শিশুটি কান্নারত অবস্থায় ছিলো। ঘটনার সময় পুলিশ সদস্যগের ঘিরে ছিলেন কিছু মানুষ। স্থানীয়রা বলছেন শিশুটি চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বস্তিতে থাকেন।
এ ব্যাপারে জানতে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তা গ্রহন করেন নি এসআই আব্দুল হাই। তবে সদর থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনাটি গত ৬ জুলাইয়ের। ওইদিন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ছিল।
ওসি বলেন, এই ছেলেটা এনসিপির নেতৃবৃন্দ যখন আসে এই ছেলেটা ভেতরে ঢ়ুকে পড়ে। যেহেতু এটা জাতীয় নিরাপত্তার বিষয়, এনসিপি নেতৃবৃন্দকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছিল, সেহেতু তাদের নিরপত্তার কারণে ওই ছেলেটিকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। সরিয়ে নেয়ার পর তার কাছে পাওয়া যায় ড্যান্ডি (এক ধরণের মাদক) । সে ড্যান্ডিতে আসক্ত। তার দ্বারা যাতে কোন দুর্ঘটনা না ঘটে সে জন্য তাকে সরিয়ে নেয়া হয়।
পুলিশের বল প্রয়োগ বা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, নির্যাতনের প্রশ্নই উঠেনা। শুধু তার কাছ থেকে ড্যান্ডির আঠাটা কেড়ে নেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ছেলেটা নেশাগ্রস্ত এটা সঠিক তবে তার সঙ্গে পুলিশের এমন আচরণ করা ঠিক হয়নি। বিষয়টি আরও সফটলি হ্যাণ্ডেল করা যেত।