তিন হাজার চিকিৎসক নিয়োগের

বিশেষ বিসিএস পরীক্ষা ফল প্রকাশ হবে সোমবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৭:১১ পিএম
বিশেষ বিসিএস পরীক্ষা ফল প্রকাশ হবে সোমবার

দেশের চিকিৎসা খাতে তিন হাজার নতুন চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২০টি কেন্দ্রে এই পরীক্ষা নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

এই পরীক্ষাটি ছিল এমসিকিউ পদ্ধতিতে এবং ২০০ নম্বরের। এর মধ্যে মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন ছিল। সাধারণ অংশে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তির উপর প্রশ্ন আসে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

পরীক্ষার পর পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, রোডম্যাপ অনুযায়ী সোমবার (২১ জুলাই) ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তিনি বলেন, “পরীক্ষায় কতজন উপস্থিত ছিলেন বা কেউ অসদুপায়ে ধরা পড়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য আসেনি। কেন্দ্রগুলো থেকে সব তথ্য এলে তা জানানো হবে।”

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে পিএসসি নির্বাচিত প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত করবে।

গত ২৯ মে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।

এই নিয়োগ প্রক্রিয়া স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি পূরণে সরকার গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে