সৈয়দপুরে দিনব্যাপী উদ্যোক্তা কনফারেন্স অনুষ্ঠিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০১:০৫ পিএম
সৈয়দপুরে দিনব্যাপী উদ্যোক্তা কনফারেন্স অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হল দিনব্যাপী উদ্যোক্তা কনফারেন্স। ১৮ জুলাই শুক্রবার শহরের হক টাওয়ারে আইটি ফাউন্ডেশন কার্যালয়ে এটির আয়োজন ছিল।

ডিজিটাল সার্ভিস ও প্রোডাক্ট নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইনোভিক ডিজিটাল এর আয়োজন করে। দিনব্যাপী ওই উদ্যোক্তা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনোভিক ডিজিটালের ফাউন্ডার,সিইও শাহজাহান রেজা। বিভিন্ন খাতে কাজ করা নবীন উদ্যোক্তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। এতে সুযোগ পেয়ে নবীন উদ্যোক্তারাও নিজেদের সমস্যা-সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সাথে বাণিজ্যিক শহর সৈয়দপুরে  এ ধরনের উদ্যোক্তা কনফারেন্সের আয়োজনকে স্বাগত জানান নবীন উদ্যোক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে