৭৭ হাজার ফলদ, বনজ, ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ উদ্বোধন

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৩:১৬ পিএম
৭৭ হাজার ফলদ, বনজ, ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের ৭৭ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চারা রোপণ ও বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আহছান হাবিব, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মো: মানিক মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মিরাজুল ইসলাম ও পার্বতীপুর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেন প্রমুখ। 

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল স্কুল, কলেজ, মাদ্রাসায় গাছের চারা প্রদান করা হচ্ছে। পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়ক, পার্বতীপুর-রংপুর সড়ক, পৌরসভার ১নম্বর ওয়াডের্র দরিখামার রাস্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, খেলার মাঠ, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, খাস পুকুর পাড়সহ উপযুক্ত স্থান সমূহে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে।  

এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: সাদ্দাম হোসেন বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবীর জন্য বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি একটি কাজ। আমাদের জেলা প্রশাসক স্যার এর গৃহীত উদ্যোগ বাস্তবায়নে উপজেলায় ৭৭ হাজার গাছের চারা রোপণ ও বিতরন করা হয়। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ রক্ষায় মনোযোগ দিতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে