জুলাই - আগস্টে শহীদদের স্মরণে বরগুনা জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে-- বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানমালায় বরগুনায় যতজন শহীদ ততটি বৃক্ষ কর্মসূচীর সূচনা করা হয়। জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরগুনা সরকারি মহিলা কলেজের দেয়ালে অংকন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে বরগুনা সদর উপজেলার কালিরতবকে শহীদ মিজানুর রহমানের বাড়িতে কবর জিয়ারত সহ তার পরিবারের সকল বিষয় খোঁজ খবর নেন বরগুনা'র জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
এসময়ে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব,অনিমেষ বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছির আরাফাত রানা ও এনডিসি মোঃ আবদুল্লাহ আল মামুন। এসময়ে জুলাই যোদ্ধা সহ শহীদ পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।