জামালপুরে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

এফএনএস (এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৫:২৯ পিএম
জামালপুরে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ

জামালপুরে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামুল্যৈ হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৯ জুলাই দুপুরে জামালপুর সদরের কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা: মোহাম্মদ আজিজুল হক। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী।

অনুষ্ঠানে ৫০ জন দরিদ্র শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে উন্নতমানের হুইলচেয়ার বিতরণ করা হয়, যা তাদের স্বাভাবিক চলাচল, আত্মমর্যাদা ও জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে