পাবনার চাটমোহরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসানুল ইসলাম রাজা উপজেলার হান্ডিয়াল ও হরিপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (১৯ জুলাই) বিকেলে থেকে রাত অবধি চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড থেক শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে হরিপুর ও হান্ডিয়াল ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে হাসানুল ইসলাম রাজা বলেন,“আমি আপনাদের সন্তান,আপনাদের এলাকার ভাই,আপনাদের ছাওয়াল। মনে রাখবেন গাঁয়ের গরু সব সময় বাঁয়ে বয়। আমি চাটমোহরবাসির অস্তিত্বের স্বার্থে ইনশাআল্লাহ সবসময় পাশে থাকবো।” তিনি আরো বলেন,‘চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুরের আপামোর জনসাধারণের অস্তিত্ব নিয়ে যারা আজকে অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই। চাটমোহরের আপামোর জনগনের স্বার্থে ভবিষ্যৎে উন্নয়নের স্বার্থে আপনারা দয়া করে চাটমোহরের মানুষের পাশে এসে দাঁড়ান। আগামী জাতীয় নির্বাচনে পাবনা-৩ আসনে মানুষের অস্তিত্ব ও মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবেন আমি রাজা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করবো এবং আমি চাটমোহরের সন্তান হিসেবে আমার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ পাশে থাকবো।
গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন,চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল হক মাস্টার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম,বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা,মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম মাস্টার প্রমুখ।