গজারিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৫ অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৬:৩৫ পিএম
গজারিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৫ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া কলিম উল্লাহ্ (অনার্স) কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি-২৫ পরিক্ষায় গজারিয়া উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আজ ১৯ জুলাই শনিবার সকাল ১১ টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে অবস্থিত গজারিয়া কলিম উল্লাহ্ অনার্স কলেজের মাঠ প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - ২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গজারিয়া কলিম উল্লাহ্ অনার্স কলেজের অধ্যক্ষ খালেদা নাহারের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য  ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাঅনুরাগী ও কলিম উল্লাহ অনার্স কলেজের বিদ্যোৎসাহী ড. আব্দুল মান্নান সরকার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেশবরেণ্য নাট্যজন ব্যাক্তিত্ব, বিশিষ্ট সংস্কৃতিজন ও কলিম উল্লাহ্ অনার্স কলেজের দাতা সদস্য রফিক উল্লাহ্ সেলিম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আজাদ আলম, বিশিষ্ট রাজনৈতিকজন ও কলিম উল্লাহ্ অনার্স কলেজের বিদ্যোৎসাহী সদস্য ভিপি রফিকুল ইসলাম মাসুম, গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জি. মোঃ মামুন শরীফ।

আয়োজিত অনুষ্ঠানে কলিম উল্লাহ অনার্স কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপিকা ফরিদা ইয়াসমিনের উপস্থাপনায় ও কলিম উল্লাহ্ অনার্স কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রভাষক সাইফুল রহমান আহসানির সঞ্চালনায় অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া কলিম উল্লাহ্ অনার্স কলেজের প্রাক্তন সফল শিক্ষার্থী বিসিএস ক্যাডার (প্রশাসন) ইঞ্জি. আরাফাত রহমান, বিসিএস ক্যাডার (শিক্ষা) নজরুল ইসলাম, ডা. মিজান, ডা. মারিয়া মুস্তারি ও বুয়েট শিক্ষার্থী সানিয়া নুর সহ অনান্য আরও অনেক সফল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করেন গজারিয়া কলিম উল্লাহ্ অনার্স কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জিয়াউর রহমান এরপর পবিত্র গীতা পাঠ করেন অত্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক সদানন্দ বাইন। পরে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাহিনুর রহমান। এছাড়াও গজারিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানগণ গজারিয়া কলিম উল্লাহ্ অর্নাস কলেজের শিক্ষার ব্যবস্থার নানামুখী মান উন্নয়নে গঠনমূলক বক্তব্য আলোকপাত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে