সুনামগঞ্জ সদর পিএফজির পরিকল্পনা সভা

এফএনএস (আবুল কাশেম মোঃ মহিম; সুনামগঞ্জ) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৬:৪৯ পিএম
সুনামগঞ্জ সদর পিএফজির পরিকল্পনা সভা

সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা শনিবার সকালে দিরাই সুনামগঞ্জ স্কাউট ভবন এ অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ার এর সভাপতিত্বে ও সমন্বয়কারী ফজলুল করিম সাঈদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস এম্বাসেডর ও মৌলভীবাজার সরকারী কলেচ এর সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, পিস এম্বাসেডর মাহবুবুল হাসান শাহীন, নারী এম্বাসেডর শাহী না চৌধুরী রুবি, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন।

সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিতকায় আমরা স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে নতুন নতুন কর্মসূচির মাধ্যমে লক্ষ্য বাস্থবায়নে কাজ করে যাচ্ছি।

সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সাংস্কৃতি সম্পাদক মশিউর রহমান রাসেল, প্রতিমা রাসী দাস, সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান এর সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, ইমাম মোয়াজ্জিন পরিষদ এর সদস্য মাওলানা ফয়জুন নুর ফয়েজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহসভাপতি বিটু বরুয়া, সুশাসনের জন্য নাগরিক সুজনি এর জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের,  গণিপাড়া মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি রিনা আক্তার, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, সুনামগঞ্জ জেলা পরিষদ এর সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, বাসস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল হক, বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস প্রমূখ।

সভায় আগামী দুর্গা পুজায় সম্প্রতির যাত্রাপালা মঞ্চায়ন এবং সোনাপুর বেদেপল্লীতে বিভিন্ন কর্মসূহি হাতে নেওয়া হয়। এসময় পিএফজি সদস্য শাহীনা চৌধুরী রুবি শিল্পকলা পদক, আমিনুল হক বাসস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে