ধামইরহাটে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৭:০২ পিএম
ধামইরহাটে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, এতে সভাপতি পদে এম এ ওয়াদুদ-, সাধারণ সম্পাদক পদে মো. হানজালা, ও সাংগঠনিক সম্পাদক ১ম শামীম কবির মিল্টন ও অ পর সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাঙ্গা প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

১৯ জুলাই সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটানা ভোট গ্রহণ চলে এবং ৯১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে সভাপতি পদে ছাতায় মার্কায় বিজয়ী এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক পদে বিজয়ী আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক পদে শামীম কবির মিল্টন ও তারিকুল ইসলাম রাঙ্গা বিজয়ী হন। ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রেজাউল ইসলাম, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপি নেতা নাজমুল হক সনি, জেলা বিএনপিরসাবেক সম্পাদক জাহেদুল ইসলাম ধলু, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এমদাদুল হক মুকুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন তালুকদার,শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু, মনোয়ার কাইসার বুলবুল, আব্দুল মান্নান, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমার সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে