ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশু সহ ৬ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও একজন শিশু। শনিবার দিনব্যাপী বিজিবির পৃথক অভিযানে তাদের কে করা হয়।শনিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক পুরুষ হলেন,নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রামের জামাল শেখের ছেলে নূর ইসলাম(২৫)।শ্রীনাথপুর বিওপি’র অভিযানে ভারতে প্রবেশের চেষ্টাকালে একজন নারীকে আটক করে বিজিবি।এছাড়া খোসালপুর বিওপি’র হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে টহল পরিচালনা কালে দুই নারী ও এক শিশুকে আটক করা হয়।
বিকাল সাড়ে ৪টার দিকে বাঘাডাংগা বিওপি’র নায়েক অখিল চন্দ্র হাজরা’র নেতৃত্বে দুইজনকে আটক করে বিজিবির টহল দল। আটক দুজনের মধ্যে একজন নারী ছিলেন। আটক পুরুষ বাংলাদেশিকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।