পোরশায় থানা দালাল খ্যাত মজিদ গ্রেফতার

এফএনএস (এম রইচ উদ্দিন, পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৩:২৪ পিএম
পোরশায় থানা দালাল খ্যাত মজিদ গ্রেফতার

নওগাঁর পোরশায় থানা দালাল খ্যাত আব্দুল মজিদ মোল্লা (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মজিদ ঘাটনগর পেয়াদাপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানাগেছে,  গত ১৯/০৭/২০২৫ তারিখ পোরশা থানায় জনৈক ব্যক্তি কতৃক মজিদের বিরুদ্ধে থানায় জিডির পরিপ্রেক্ষিতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিভিন্ন জমিজমা সংক্রান্ত বিষয়ে মজিদ থানায় দির্ঘ্যদিন দালালি করে আসছিলেন বলে তার বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে