কুষ্টিয়ার দৌলতপুরে নূরজাহান রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্তদের দুই শতাধিক শিক্ষার্থী কে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন জাতের গাছের চারা প্রদান করা হয়েছে। এ উপলক্ষেশনিবার ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তর যুব দলের আহবায়ক, দৌলতপুরের কৃতি সন্তান মোঃ শরীফ উদদীন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহীকর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, বিএনপি নেতা মোঃ আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর গার্লস কলেজের সহকারী অধ্যাপক মেঃ গিয়াসউদ্দিন, মোঃ ফজলুলহক, মোঃরকিবুল হক,প্রধান শিক্ষক মোঃআরিফুল ইসলাম (নান্নু), মোঃ হারুন অর রশিদ (হারুন)। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক,ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।