চিকিৎসক সংকট পূরণে সরকার পরিচালিত ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২০ জুলাই) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফলাফল প্রকাশ করে। লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৫ হাজার ২০৬ জন।
এই পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।
এ বছরের শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। সরকারি রোডম্যাপ অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন। প্রয়োজন হলে যুক্তিসংগত কারণে ফলাফলে সংশোধনী আনার অধিকার কমিশনের থাকবে বলেও উল্লেখ করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, দ্রুততম সময়ে ফল প্রকাশে কমিশন কাজ করে গেছে। তিনি বলেন, “রোডম্যাপ অনুযায়ী সোমবারের (২১ জুলাই) মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি শেষে আগেভাগেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে।”
চিকিৎসা খাতের জনবল চাহিদা পূরণে এই নিয়োগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে চিকিৎসকরা মাঠপর্যায়ে যোগদানে প্রশাসনিক দীর্ঘসূত্রতা না হয়, এমন প্রত্যাশা জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্ট মহল।