কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ১১:৪৮ এএম
কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন সূচি অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষা। সংশ্লিষ্ট ছয়টি জেলা—ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার পরীক্ষার্থীরা এতে অংশ নেবেন।

১০ জুলাইয়ের পরীক্ষাগুলো আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন নিশ্চিত করেছেন, পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষার্থীরা প্রস্তুতির সুযোগ পায়। তবে এখনও দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত থাকায় সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার পরবর্তী অংশ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে, তবে পরিস্থিতির আরও অবনতি হলে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে