‘কে-পপ ডেমন হান্টারর্স’ একটি অ্যানিমেশন মিউজিকাল সিনেমা, যেটি নেটফ্লিক্সে মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সনি পিকচারস প্রযোজিত এই সিনেমাটি মুক্তির এক মাস পরও নেটফ্লিক্সের গ্লোবাল টপ চার্টে শীর্ষে রয়েছে, যা অ্যানিমেশন সিনেমার ইতিহাসে এক নতুন রেকর্ড।
সিনেমাটিতে তিনজন কে–পপ গায়িকা—রুমি, মিরা ও জোয়ি—'হানট্রিক্স' নামের এক গার্ল ব্যান্ডের সদস্য। তারা গানের মাধ্যমে শয়তান দমন করে। হঠাৎ করেই রুমি গান গাইতে না পারা এবং 'সাযা বয়েজ' নামের এক রহস্যময় ব্যান্ডের আগমনের পর গল্পে নতুন মোড় নেয়। দৃষ্টিনন্দন অ্যানিমেশন, কোরীয় লোকগল্পের মিশেল ও সংগীতনির্ভর উপস্থাপনা সিনেমাটিকে সব বয়সের দর্শকের জন্য উপভোগ্য করে তুলেছে।
সিনেমার গান ‘গোল্ডেন’ ও ‘ইয়োর আইডল’ গ্লোবাল চার্টে শীর্ষস্থান দখল করেছে। বিশেষ করে ‘গোল্ডেন’ গানটি স্পটিফাই ও বিলবোর্ড হট ১০০-এ উল্লেখযোগ্য অবস্থান অর্জন করে। ‘কে-পপ ডেমন হান্টারর্স’–এর সাউন্ডট্র্যাক ২০২৫ সালে অ্যানিমেশন ঘরানায় সর্বাধিক স্ট্রিমকৃত অ্যালবাম হিসেবে উঠে এসেছে।
যদিও সিনেমার ব্যান্ড ও চরিত্রগুলো কাল্পনিক, তবু কে–পপ ভক্তদের মধ্যে হানট্রিক্স ও সাযা বয়েজ বাস্তব ব্যান্ডের মতো জনপ্রিয়তা পেয়েছে। কোরীয় লোককথার আধুনিক রূপ ও কে–পপ সংস্কৃতির নিখুঁত মিশ্রণে নির্মিত এই সিনেমা কেবল বিনোদন নয়, বরং সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।