সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে অনুষ্ঠিত কনসার্টে কোল্ডপ্লে ভোকালিস্ট ক্রিস মার্টিন তার ভক্তদের উদ্দেশে একটি রসিক মন্তব্য করে আবারো আলোচনায় আসেন। এর পেছনে ছিল ১৬ জুলাই বস্টনের কনসার্টে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর স্ক্যান্ডাল, যা এখন সামাজিক মাধ্যমে ‘কিস ক্যাম’ কাণ্ড হিসেবে পরিচিত।
ওইদিন গিলেট স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন বড় পর্দায় ধরা পড়েন এক পুরুষ ও এক নারী, যারা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু পর্দায় নিজেদের দেখে হঠাৎ মুখ ঢেকে ফেলেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে জানা যায়, ওই ব্যক্তি অ্যান্ডি বায়রন, যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা কোম্পানি ‘অ্যাস্ট্রোনোমার’-এর সহ-প্রতিষ্ঠাতা ও তৎকালীন সিইও। সঙ্গে ছিলেন কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। বিতর্কের জেরে ২০ জুলাই অ্যান্ডি বায়রন পদত্যাগ করেন।
এর ঠিক পরবর্তী কনসার্টেই, ক্রিস মার্টিন মজার ছলে দর্শকদের সতর্ক করে বলেন, তারা কিছু দর্শককে বড় পর্দায় দেখাবে, তাই সবাই যেন মেকআপ ঠিক করে নেয়। তার এই বক্তব্যে দর্শকরা যেমন হেসে ওঠেন, তেমনি মুহূর্তটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই মন্তব্যটি কেবল একটি রসিকতা ছিল না, বরং বিতর্কিত স্ক্যান্ডাল প্রসঙ্গে একটি সূক্ষ্ম ব্যঙ্গও বটে। এটি দেখায়, তারকারাও কখনো কখনো সময়োপযোগী প্রতিক্রিয়ায় সচেতন বার্তা দিতে পিছপা হন না।