মুক্তাগাছায় পুষ্টি বিষয়ক কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্স মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সুমন ক্রান্তি সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি সাখাওয়াত হোসেন, আরএমও মোঃ তানভীর, সাংবাদিক এম ইদ্রিস, ফেরদৌস তাজ প্রমূখ। ওয়ার্ল্ডভিশন প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবির সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার সজল কুমার দে, পুষ্টি বিষয়ক আলোচনা ও প্রেজেন্টেশন করেন টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার স্বাস্থ্য ও পুষ্টি জয়ন্ত কুমার নাথ। আয়োজনে শিশুর পুষ্টি বিষয়ক আলোচনা, ভিজুয়াল প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনা করা হয়।