মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুনের (৪) মৃত্য হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) আনুমানিক বিকেল চারটার দিকে উপজেলার হাডাভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ায় এ ঘটনা ঘটে। আয়েশা খাতুন ভ্যানচালক রহিদুল ইসলামের মেয়ে। আয়েশার দাদা শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে আয়েশা খাতুন একা-একা খেলা করছিল। কোন এক পর্যায়ে এসে পুকুরের পানিতে পড়ে যায়। এবং পানিতে ডুবে সে মারা যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে গিয়ে দেখে আয়েশার মরদেহ ভাসছে। পরে তার মায়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে মরদেহ উদ্ধার করে।
কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যু খুবই বেদনাদায়ক। সকল অভিভাবকদের সচেতন থাকতে হবে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান এ ঘটনা একটি অপমৃত্যু মামলা হবে।