সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয় শীর্ষে ও জিপিএ ৫ প্রাপ্তিতে ধানগড়া উচ্চ বিদ্যালয় এগিয়ে আছে। সর্বমোট ৩৭ টি উচ্চ বিদ্যালয়ের ফলাফলে ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয়ের শতকরা ৯৫.৯৫% পাস করলেও জিপিএ ৫ প্রাপ্তিতে নেই সাফল্য। ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ১৮৪ জন অকৃতকার্য ১৩ জন জিপিএ ৫ পেয়েছে ৪৯ জন শতকরা পাসের হার ৯৩.৪০%। খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের অবস্থান সবার নিচে ২৫ জন পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতকার্য হয় মাত্র ৫ জন, অকৃতকার্য হয়েছে ২০ জন যা শতকরা পাসের হার ২০%। এ বিষয়ে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথ মাহাতো বলেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় ছাত্র ছাত্রীদের পড়াশুনা প্রতি আগ্রহ কম, মোবাইলে আসক্তি বেশি হওয়ায় ফলাফল খারাপের অন্যতম কারণ। উপজেলা থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ২৮৮৯ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে ২২৮০ জন কৃতকার্য ও ৬০৯ জন অকৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১৯৮ জন। ৩৭ টি প্রতিষ্ঠানের গড় পাসের হার ৭৭.৯৫% । জিপিএ ৫ প্রাপ্তির তলানিতে অধিকাংশ বিদ্যালয়ের অবস্থান। ধানগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন কুমার জানান, খাতা মূল্যায়ন যথাযথ হওয়ায় পাসের হার তুলনামূলক ভাবে কমেছে। তবে এভাবে ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে শিক্ষার গুণগত মান বাড়বে। ভূঞাগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো: মনিরুজ্জামান মনির জানান, পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা এবং সার্বক্ষণিক নজরদারির জন্য অত্র বিদ্যালয়ের ফলাফল ভাল হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. আমির হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।