ম্যাক্স সিক্সটিতে নেতৃত্ব হারালেন সাকিব, ব্যাট হাতেও ব্যর্থতা অব্যাহত

স্পোর্টস প্রতিবেদক | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০৬:৪১ পিএম
ম্যাক্স সিক্সটিতে নেতৃত্ব হারালেন সাকিব, ব্যাট হাতেও ব্যর্থতা অব্যাহত

ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে নিজের ছন্দে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। নেতৃত্ব হারানোর পর ব্যাট হাতেও ফের ব্যর্থ হয়েছেন তিনি। বোকা রাটন ট্রায়ালব্লেজার্সের বিপক্ষে খেলা ম্যাচে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন সাকিব। এরপর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটি।

শুক্রবার (২১ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে সাকিবের পরিবর্তে মায়ামির অধিনায়ক হিসেবে টস করতে নামেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো পেরেরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মায়ামি। ওপেনিংয়ে নামেন সাকিব আল হাসান ও টম ও'কনেল। তবে দ্বিতীয় ওভারেই স্কটিশ ক্রিকেটার জর্জ মানসির হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব। বোলার ছিলেন কার্লোস ব্র্যাথওয়েট। সাকিবের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ও'কনেলও। ১১ বলে ১৫ রান করে তিনিও সাজঘরে ফেরেন।

মায়ামি তখন ৩.২ ওভারে সংগ্রহ করে ২ উইকেটে ২৬ রান। উইকেটে ছিলেন নতুন অধিনায়ক পেরেরা (৬ রান) ও মার্ক দেয়াল (১ রান)। ঠিক তখনই শুরু হয় বৃষ্টি, যা আর থামেনি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং উভয় দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়।

এবারের আসরে সাকিব ছয়টি ম্যাচে ব্যাটিংয়ে করেছেন মোট ৫২ রান, গড় মাত্র ৮.৬৬। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তার নেতৃত্বে মায়ামি জয় পেয়েছে কেবল এক ম্যাচে, হেরেছে চারটিতে এবং একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সাত দলের মধ্যে তাদের অবস্থান বর্তমানে ছয় নম্বরে।

সাকিবের নেতৃত্ব হারানো এবং ধারাবাহিক ব্যর্থতা তার সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন তুলছে। মায়ামির পরবর্তী ম্যাচগুলোতে দলের পারফরম্যান্স ঘুরে দাঁড়াবে কি না, তা এখন দেখার বিষয়।

আপনার জেলার সংবাদ পড়তে