ববিতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে গণভোট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ০২:২৪ পিএম
ববিতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে গণভোট

ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে-বিপক্ষে এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তিন দিনব্যাপী গণভোটের আয়োজন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। ববির গ্রাউন্ড ফ্লোরে এ ভোটগ্রহণ কার্যক্রম চলচে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) পর্যন্ত।

গণভোটের প্রথমদিন মঙ্গলবার (২২ জুলাই) ববি ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অধিকাংশ সংগঠনের নেতাকর্মীরা ভোট দিয়েছেন। বুধবার (২৩ জুলাই) দুপুরে ববি’র ছাত্র কাউন্সিলের সংগঠক আবদুর রহমান জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ববি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবর্ধি ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাই শিক্ষার্থীরা তাদের ন্যায্যঅধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

ববি প্রশাসনের নীরব ভূমিকার কারণে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না দাবি করে অধিকাংশ শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক মনোভাব বিরাজ করছে। এ অবস্থার মধ্যে শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না, তা নির্ধারণে গণভোটের আয়োজন করা হয়েছে।

ববির বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, শিক্ষার্থীদের সব অধিকার আদায় করতে ঐক্যবদ্ধতা দরকার। এজন্য ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন জরুরি। ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের ন্যায্যঅধিকার বুঝে নেয়ার সাহস পাবে। তাই ববি প্রশাসনের প্রতি আহবান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা।